প্রাচীন ভারতের বিখ্যাত পন্ডিত এবং গুরুত্বপূর্ন সাহিত্যকর্ম

Show Important Question


21) বিখ্যাত শিল্পী আমীর খসরু যে সঙ্গীতের প্রবর্তক?
A) খেয়াল
B) ভজন
C) গজল
D) খেমটা

22) কোন ভাষায় ‘অর্থশাস্ত্র’ লেখা হয়েছিল ?
A) সংস্কৃত
B) পালি
C) প্রাকৃত
D) কোনটিই নয়

23) The famous book Geet Govind was written by / ‘গীত গোবিন্দ’ লিখেছেন
A) Banabhatta/ বানভট্ট
B) Mirabai/ মীরাবাঈ
C) Kalidas/ কালিদাস
D) Jayadev/ জয়দেব

24) Who wrote ‘Ramcharita’ ? / ‘রামচরিত’ কার রচনা ?
A) Banabhatta/ বানভট্ট
B) Kalidasa/ কালিদাস
C) Sandhyakara Nandi/ সন্ধ্যাকর নন্দী
D) Tutsi Das/ তুলসী দাস

25) পালযুগে কোন দুইখ্যাতনামা শিল্পীভাস্কর্যও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন
A) শ্রীধর ভট্ট ও সন্ধ্যাকর নন্দী
B) অগ্নিমিত্র ও বসুমিত্র
C) ধীমান ও বীতপাল
D) বিগ্রহ পাল ও নারায়ণ পাল

26) Who wrote Amukta Malyada? / অমুক্ত মাল্যদা কে লিখেছেন?
A) Bukka/ বুকা
B) Harihara/ হরিহর
C) Krishnadev Roy/ কৃষ্ণদেব রায়
D) Bir Narasingha/ বীর নরসিংহ

27) ‘Fo-Kuo-King’ was authored by whom? / ‘ফো-কিও কিং’ কে রচনা করেন?
A) It-Tsing/ ই-সিং
B) Hiuen Tsang/ হিউয়েন সাং
C) Fa-Hien/ ফা-হিয়েন
D) Megasthenes/ মেগাস্থিনিস

28) The author of Kadambari was / ‘কাদম্বরী’ গ্রন্থের রচয়িতা ছিলেন
A) Kalidas/ কালিদাস
B) Kalhana/ কলহন
C) Bhababhuti/ ভবভূতি
D) Banabhatta/ বাণভট্ট

29) 'আইহোল শিলালিপি’ কার সম্বন্ধে বর্ণনা করেছে?
A) হর্ষবর্ধন
B) পুলকেশী ২য়
C) গৌতমী পুত্র সাতকর্ণী
D) চন্দ্রগুপ্ত ২য়

30) দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজসভা অলংকৃত করেন?
A) মিহিরভোজ
B) লক্ষ্মণ সেন
C) মহীপাল
D) শশাঙ্ক

31) “দানসাগর” ধর্মগ্রন্থের রচয়িতা কে?
A) বল্লাল সেন
B) লক্ষ্মণ সেন
C) জয়দেব
D) শ্রীধর ভট্ট

32) তুলসীদাস তাঁর কোন্ কাজের জন্য বিখ্যাত?
A) তাত্ত্বিক-দার্শনিক কাজ
B) ভজন রচনা
C) শিক্ষাদান
D) রাম চরিত মানস

33) ‘গীত গোবিন্দ'-এর রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন ?
A) ধর্মপাল
B) দেবপাল
C) বল্লাল সেন
D) লক্ষ্মণ সেন

34) সত্যমেব জয়তে কোথা থেকে গৃহীত হয়েছে?
A) ঋকবেদ
B) শতপথ ব্রাহ্মণ
C) রামায়ণ
D) মুন্ডক উপনিষদ

35) Harisena was the court poet of / হরিষেণ কার সভাকবি ছিলেন?
A) Akbar/ আকবর
B) Shibaji/ শিবাজি
C) Samudragupta/ সমুদ্রগুপ্ত
D) Ahoka/ অশোক

36) শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
A) তক্ষশীলা
B) নালন্দা
C) বিক্রমশীলা
D) সোমপুরী

37) Who wrote Tahqiq-i-Hind ? / তাহকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন?
A) Alberuni/ আলবেরুনি
B) Al-Biladari/ আল-বিলাদরি
C) Sulaiman/ সুলেমান
D) AI-Masudi/ অল-মাসুদি

38) রামায়ণ কটি কাণ্ডে সমাপ্ত হয়েছে?
A) 5 টি
B) 7 টি
C) 9 টি
D) 12 টি

39) Who wrote 'Mattavilasa Prahasanam'? / মত্তবিলাস প্রহসন-এর লেখক কে?
A) Amoghavarsha/ অমোঘবর্ষ
B) Narasimhavarma I/ প্রথম নরসিংহবর্মন
C) Mahendravarma I/ প্রথম মহেন্দ্রবর্মন
D) Krishnadevaraya/ কৃষ্ণদেব রায়

40) বিখ্যাত সংস্কৃত নাটক নাগানন্দ ও রত্নাবলী কে রচনা করেছিলেন ?
A) কালিদাস
B) বাণভট্ট
C) হর্ষবর্ধন
D) ভবভূতি